ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

জামানত হারালেন গোলাম মাওলা রনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ৩১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও বিভিন্ন কারণে বিতর্কিত গোলাম মাওলা রনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ছয় হাজার ১৭৬ ভোট পেয়েছেন। এ কারণে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন।

পটুয়াখালী-৩ সংসদীয় আসনের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগনে আওয়ামী লীগের এস এম শাহাজাদা। তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ১৫ হাজার ৫৭৯ ভোট।

রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওই আসনের মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার ৪৯৭ জন। সেখানে ইসলামি আন্দোলন বাংলাদেশের কামাল খাঁন পেয়েছেন ছয় হাজার ৮১৪ ভোট।

রনি পটুয়াখালী-৩ আসন থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন দেয়া হয়নি তাকে। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি