ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

প্রিয়া সাহার বক্তব্য অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ২০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশি নারী প্রিয়া সাহা যে অভিযোগ দিয়েছেন তা অসত্য, উদ্দেশ্যে প্রণোদিত ও রাষ্ট্রদ্রোহীতার সামিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।  

তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে প্রিয়া সাহা যে অভিযোগ দিয়েছেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসবাদ করা হবে। তার অভিযোগের প্রমাণ দিতে না পারলে, তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।  

প্রসঙ্গত, গত ১৬ জুলাই ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন নারী-পুরুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। তাদের মাঝে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা প্রিয়া সাহা একজন।

এসময় বাংলাদেশি পরিচয় দিয়ে ওই নারী সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু হিন্দু- খ্রিস্টান গুম হয়েছে। এখনো সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ থাকে।

আমি আমার বাড়ি হারিয়েছি। মুসলমান উগ্রপন্থীরা জমি ছিনিয়ে নিয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন।

প্রিয়া সাহার এ বক্তব্য নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

আই/এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি