ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নাসিমকে বিদায় জানাতে কবরস্থানে গেলেন জাফরুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ১৪ জুন ২০২০

Ekushey Television Ltd.

সাবেক স্বাস্থমন্ত্রী মোহাম্মাদ নাসিমকে চিরবিদায় জানাতে বনানী করবস্থানে গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আক্রান্ত হওয়ার ২০ দিন পর করোনামুক্ত হয়েই তিনি এ নেতাকে বিদায় জানাতে গেলেন।

রবিবার সকাল সাড়ে ১০টায় জানাজায় অংশ নেন তিনি। পরে নাসিমের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন জাফরুল্লাহ।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

এ আগে সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে সেখানেই মোহাম্মদ নাসিমকে দাফন করা হয়।

মিন্টু বলেন, ‘সকালে স্যার মোহাম্মদ নাসিমকে শেষ বিদায় জানানোর জন্য মনস্থির করেন। পরে তাকে বনানী নিয়ে যাওয়া হয়।’

এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ‘র‌্যাপিড ডট ব্লট কিট’ প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার তাদের সঙ্গে ছিলেন।

এদিকে তার একটি ছবি শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেইসবুক পেইজে প্রকাশ করে বলা হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত।’ ছবি তোলেন আলোকচিত্রী শহিদুল আলম।

ডা. মুহিব উল্লাহ খোন্দকারের বরাত দিয়ে ওই ফেইসবুক পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত কিটে এন্টিজেন পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা ভাইরাস ‘নেগেটিভ’ এসেছে। তিনি এখনো নিউমোনিয়ায় ভুগছেন, তবে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে না।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি