ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘সিটি নির্বাচন নিয়ে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২৬ ডিসেম্বর ২০১৯

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয়, সেটা ইসিকে নিশ্চিত করতে হবে। ঢাকাকে উৎসবের নগরী করবে নির্বাচন কমিশন। তাতে আমরা সম্পূর্ণ সমর্থন দেবো।’

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহাজোটের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এই নির্বাচন নিয়ে যাতে কোনও অহেতুক বিতর্ক সৃষ্টি না হয়। নির্বাচনে বিএনপি এসেছে, আমরা স্বাগত জানাচ্ছি। তবে হঠাৎ যাতে মাঠ থেকে পালিয়ে না যায়, সেজন্য সজাগ থাকতে হবে।’

ডাকসুর ভিপির ওপর সাম্প্রতিক হামলার বিষয় টেনে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি। মতের পার্থক্য থাকবে। কিন্তু সাম্প্রতিককালে ডাকসুর ভিপির ওপর যেভাবে হামলা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের নামে সংগঠন করে হামলা করবেন, তা কোনোভাবেই হতে পারে না। ঘটনায় যেই জড়িত হোক, তাকে যাতে কোনও ছাড় দেয়া না হয়, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সব পদক্ষেপ নেয়ার অনুরোধ করছি।’

নাসিম বলেন, ‘মুক্তিযুদ্ধের নামে সংগঠন করে হামলা করবেন, তা কোনোভাবেই হতে পারে না। ডাকসুর ভিপির ওপর যেভাবে হামলা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি