ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বাজারে এলইউএম’র নতুন কমান্ডো ক্রুজার বাইক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাজারে এসেছে এলইউএম রেনেগ্রেডের নতুন কমান্ডো ক্রুজার বাইক। ক্ল্যাসিক ও মোজাভি দুটি মডেলে পাওয়া যাচ্ছে এই বাইক। যুক্তরাষ্টের মোজাভি মরুভূমির নামের সঙ্গে মিল রেখে বাইকটির নাম রাখা হয়েছে। বাইকটির ডিজাইন ও রঙ করা হয়েছে মরুভূমির সঙ্গে মিল রেখে। এছাড়াও সবুজ ও কালো দুইটি রঙের ডিজাইন আছে এই মডেলটির।

ভারতের উত্তরখাণ্ডের কাশিপুরে অবস্থিত কারখানায় প্রস্তুত হয়েছে এই বাইকটি। ৪ ভালভের এই বাইকটিতে রয়েছে ২৭৯ সিসি’র শক্তিশালী ইঞ্জিন। ক্যা মসিক ও মোজাভি দুটি মডেলেই রয়েছে ৬-স্পিড ট্রান্সমিশন বক্স। শক্তিশালী ইঞ্জিনের এই বাইকটি ৭ হাজার আরপিএম –এ সর্বোচ্চ ২৩ এন এম টর্ক উৎপন্ন করতে সক্ষম। অর্থ্যাৎ আর সব ক্রুজার বাইক থেকে এর গতি হবে আরও দ্রুত।

তবে এই বাইকটি কিনতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছু। এখন শুধুমাত্র ভারতের বাজারেই পাওয়া যাচ্ছে এটি। তাও প্রি বুকিং-এ। তবে চলতি মাসে গ্রাহকের কাছে পৌছানো হবে জানায় সংস্থাটি। ক্ল্যাসিক মডেলটির জন্য ক্রেতাকে গুণতে হবে ১.৮৫লাখ রুপি এবং মোজাভির জন্য ১.৮০লাখ রুপি। সূত্রঃ আনন্দবাজার

//এস এইচ//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি