ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আইফোন মিলবে মাত্র ৮ হাজার টাকায় !

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৭:২৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আইফোনের দশ বছর পূর্তি উপলক্ষে নতুন চমক হিসেবে বাজারে এসেছে আইফোন টেন এর বদলে আইফোন এক্স। অ্যাপলের ফোনগুলোর মধ্যে এই আইফোনটি সবচেয়ে ব্যয়বহুল বলা হচ্ছিল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি ফোনটির দাম মাত্র বাংলাদেশি টাকায় পড়বে ৮ হাজার তিনশ টাকা। খবর ইন্ডিয়া টাইমস। গত ১২ সেপ্টেম্বর বিশেষ এ ফোনের উন্মোচন করা হয়।

চাইনিজ কোম্পানির তৈরি ফোনটির নাম গো-ফোন এক্স। আইফোন টেন-এর সব ফিচার এই ফোনটিতে রয়েছে। আইফোন টেন-এর প্রসেসর আর এই ফোনে ব্যবহৃত প্রসেসর প্রায় একইরকম। তাই ফোনটির গতি হবে ঠিক আইফোনের মতো।

গো-ফোন এক্স-এর ডিসপ্লে ৫ দশমিক ৫ ইঞ্চি। ১ জিবি র‌্যাম, ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি। ফোনটির ক্যামেরা অনেক উচ্চক্ষমতা সম্পন্ন। ফলে ছবি হবে ঝকঝকে।

গো-ফোনটিতে সেলফিও হবে আকর্ষণীয়। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং পিছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এছাড়া ফোনটিতে বিশেষ ধরনের একটি চিপ ব্যবহার করা হয়েছে ফলে ফোনটি থাকবে সুরক্ষিত।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি