ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪

‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ যুক্ত হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ৯ নভেম্বর ২০২১

দীর্ঘ প্রতীক্ষিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি চালু করছে ফেসবুক মেসেঞ্জার। অডিও এবং ভিডিও উভয় ক্ষেত্রেই চালু হচ্ছে এই সুবিধা । মেসেঞ্জার কলগুলিকে সুরক্ষিত করার জন্য আনা হয়েছে এই নিরাপত্তামূলক ব্যবস্থা।

পূর্বে প্ল্যাটফর্মটিতে গোপন কথোপকথনের বিকল্পের পাশাপাশি শুধুমাত্র পাঠ্য বার্তাগুলির জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ছিল।

অফিসিয়াল ফেসবুক ঘোষণা পোস্টে বলা হয়েছে যে প্ল্যাটফর্মটি অডিও এবং ভিডিও কল উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে এবং দিনে ১৫০ মিলিয়নেরও বেশি ভিডিও কল হয়।

ব্যাপক ব্যবহার এবং ব্যবহারকারীর নিরাপত্তা উদ্বেগের কারণে, ফেসবুক প্ল্যাটফর্মে অডিও এবং ভিডিও উভয় কলের জন্য এনক্রিপশন প্রযুক্তি চালু করেছে।

ফেসবুক বলেছে, "এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা কথোপকথনে আপনার বার্তা এবং কলের বিষয়বস্তু আপনার ডিভাইস ছেড়ে যাওয়ার মুহূর্ত থেকে রিসিভারের ডিভাইসে পৌঁছানোর মুহূর্ত পর্যন্ত সুরক্ষিত থাকে। এর মানে হল ফেসবুকসহ অন্য কেউ তা শুনতে বা দেখতে করতে পারবে না ।"

সূত্র: এবিপি আনন্দ 

আরএমএ/এসবি  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি