ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

৪ যুগ আগের বায়োডাটা প্রকাশ্যে আনলেন বিল গেটস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

স্বপ্নের চাকরি খুঁজে পেতে একটি যথাযথ বায়োডাটা বা জীবনবৃত্তান্ত আবশ্যক। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসও এক সময় নবীন চাকরিপ্রার্থী ছিলেন। তিনিও চাকরিজীবনে প্রবেশের জন্য বায়োডাটা তৈরি করেছিলেন। সম্প্রতি ৪৮ বছর আগের পুরনো জীবনবৃত্তান্ত প্রকাশ্যে এনেছেন তিনি। সেই সঙ্গে তরুণ প্রজন্মের জন্য দিয়েছেন বার্তা। 

তিনি বলেন, ‘‘সম্প্রতি তোমরা স্নাতক হয়েছ বা কলেজ পাশ করে বেরিয়েছ, আমি নিশ্চিত, তোমাদের জীবনবৃত্তান্ত আমার ৪৮ বছরের পুরনো জীবনবৃত্তান্তের থেকে দেখতে ভালো।’’

শুক্রবার (১ জুলাই) নিজের লিংকডইন প্রোফাইলে হার্ভার্ড কলেজে থাকাকালীন বায়োডাটা শেয়ার করেছেন মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতা।

তার জীবনবৃত্তান্তে অপারেটিং সিস্টেমস স্ট্রাকচার, ডেটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিক নিয়ে পড়াশোনার কথা উল্লেখ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে সে সময় হার্ভার্ড কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করেছেন তিনি। 

এই জীবনবৃত্তান্তের ছবি এখন ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি