ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

শেষ শুক্রবার জমজমাট বইমেলা

আদিত্য মামুন

প্রকাশিত : ২১:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

শেষ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট অমর একুশে বইমেলা। সব বয়েসি মানুষ কিনছেন প্রিয় বই। তবে বইমেলার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ লেখকদের। 

বইমেলার এই ভিড় উৎসাহিত করে বইপ্রেমি বাঙালিকে। স্টল আর প্যাভেলিয়নগুলোয় মানুষ ধারণেরও জায়গা নেই। বেচাবিক্রি চলছে বেশ।

লক্ষ্যমাত্রা পূরণে কোনো কোনো প্রকাশকের দাবি মেলার সময় বাড়ানোর। 

স্টল মালিকরা জানান, ছুটির দিনে বেচাবিক্রি মোটামুটি ভালোই, অন্যদিনের চেয়ে। আর প্রকাশকরা জানান, বাংলা একাডেমির কাছে আবেদন যদি সম্ভব হয় আগামী শুক্রবার পর্যন্ত মেলাটা বৃদ্ধি করা হোক।

পছন্দের তালিকা ধরে এখনও বইমেলায় নতুন প্রজন্ম। 

গল্প-কবিতা- উপন্যাস ছাড়াও ইতিহাস আর গবেষণা গ্রন্থে ঝোঁক পাঠকের। মেলায় আসা এক পাঠক জানান, যে বইগুলো আমাকে আলোড়িত করে সেগুলো হচ্ছে প্রবন্ধ, গবেষণাধর্মী বই। এগুলো প্রতিবছরই বের হয় কিন্তু মানের দিক থেকে এর সংখ্যা খুব কম।

আছে নতুন কবিদের বইও। 

এদিকে, সকালে শিশুপ্রহরে ছিল কোমলমতিদের উচ্ছ্বাস। মানবিক বিকাশে এই আয়োজন গুরুত্ব রাখছে বলে মত অভিভাবকদের।

তারা বলেন, ওরাই বুঝবে যে বইমেলাই হচ্ছে একুশ, বইমেলা হচ্ছে বাংলা ভাষা।

২৩তম দিনে মেলায় নতুন বই এসেছে ১৯৭টি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি