ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

ভাষাসংগ্রামী মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯, ১৯ আগস্ট ২০২১

ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সংবিধান রচয়িতা কমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য অ্যাডভোকেট মোশাররফ হোসেনের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। 

এ উপলক্ষে তার সাবেক নির্বাচনী এলাকা সদরপুর ও চরভদ্রাসন উপজেলার কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এবং ফরিদপুরে মরহুমের ঝিলটুলীর বাসভবনে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া তার প্রতিষ্ঠিত সদরপুর সরকারি ডিগ্রি কলেজ, সদরপুর মহিলা কলেজ ও ঢেউখালী উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় দোয়া মাহফিল হবে। এর আগে সকাল ৮টায় সদরপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মোশাররফ হোসেনের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তার ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল শিপু ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট শায়েদীদ লিপু।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি