ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

বিচারপতি মুহাম্মদ আসিরের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ৩০ এপ্রিল ২০২৩

ঢাকা হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আসিরের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৮৬সালের ৩০ এপ্রিল মারা যান।

বিচারপতি মুহাম্মদ আসির ঢাকা হাইকোর্টের বিচারপতি ছিলেন। তিনি ১৯৫৫ সাল বিচারক হিসাবে যোগ দিয়ে ১৯৬৫ সালে অবসর নেন। 

তিনি ভারতের আলীগড় বিশ্ববিদ্যায়ল থেকে পাশ করেন এরপর ওকালতি শুরু করেন। ১৯৫০ সালে তিনি পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন। এখানে তিনি এডভোকেট জেনারেল হন এরপর হাইকোর্টের জজ হন।  

তিনি সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছেন। মেয়েদের শিক্ষা স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে কাজ করেছেন। 

১৯৫৮সাল থেকে বঙ্গবন্ধুর সাথে আন্তরিক সম্পর্ক ছিলো তার। আইনগত বিষয়ে বঙ্গবন্ধুর সাথে কাজও করেছেন তিনি। 

তার দুই ছেলে মরহুম ব্যারিস্টার ড. মুহাম্মদ জহির ও রাষ্ট্রদূত মুহাম্মদ জমির। একমাত্র কন্যা ড. শামসুন্নাহার জামান। তিনি লন্ডনের কিংস কলেজ হাসপাতালের চীফ কনসালট্যান্ট ছিলেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি