ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মৃণালের মৃত্যুতে সৌমিত্রের স্মৃতিচারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৯, ৮ জানুয়ারি ২০১৯

দীর্ঘ সম্পর্ক ছিল তাদের। পরিচালক এবং অভিনেতার সম্পর্ক। তা পেরিয়ে বন্ধুত্বের সম্পর্ক। ব্যক্তিগত সম্পর্ক। পারিবারিক সম্পর্ক। তারা মৃণাল সেন অবং সৌমিত্র চট্টোপাধ্যায়। 

মৃণালের চলে যাওয়ার দিনে বাকরুদ্ধ সৌমিত্র। প্রিয়জন হারানোর যন্ত্রণায় বিদ্ধ। সৌমিত্র বললেন, ‘৬০ বছরের সম্পর্ক আমাদের। বন্ধুত্ব তো বটেই। পারিবারিক সম্পর্ক। আমি অত্যন্ত মর্মাহত। আজ আর বেশি কিছু বলতে পারছি না।’

রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পরিচালক। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। মৃণালের প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে একটা যুগের অবসান হল। 

১৯৫৫-এ ‘রাত ভোর’-এর মাধ্যমে পরিচালনা শুরু করেন মৃণাল। তার পরের ছবি ‘নীল আকাশের নীচে’। ‘বাইশে শ্রাবণ’-এর মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি মেলে।

তবে ১৯৬৯-এ মুক্তিপ্রাপ্ত ‘ভুবন সোম’-এর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি আসে। সত্যজিত্ রায়, ঋত্বিক ঘটকের সমসাময়িক ছিলেন মৃণাল। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন হল আজ।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি