ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

ল্যোভেই ভরসা জার্মানির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ১৭ জুন ২০১৮

এক যুগ ধরে জার্মান জাতীয় ফুটবল দলের কোচ ইওয়াখিম ল্যোভ৷ বর্তমানে ইউরোপে আর কোনো দেশে এত দীর্ঘদিন সময় ধরে থাকা কোচ নেই৷ কেনও তার উপর এত ভরসা রেখেছে জার্মানি?

একটা কারণ, তিনি অতীত থেকে শিক্ষা আর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করে বর্তমানের জন্য তার খেলোয়াড়দের প্রস্তুত করেন৷ ল্যোভ নিজেই জানিয়েছেন, তিনি নিজেকে স্বপ্নচারী হিসেবে দেখেন৷ জার্মানির ফুটবল প্রকাশনা ‘কিকার`কে তিনি বলেন, ‘নিজেদের প্রতিযোগিতামূলক রাখতে হলে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে৷ কয়েক বছর পর কেমন ধরনের ফুটবল খেলা হবে, সেসবের উত্তর আমাদের জানা থাকতে হবে৷`

২০০৪ সালে প্রথম জাতীয় দলের সঙ্গে যুক্ত হন ল্যোভ৷ সেই সময় ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ এরপর ২০০৬ বিশ্বকাপের পর জার্মানির পুরো দায়িত্ব পান তিনি৷ সেই থেকে এখন পর্যন্ত সাতটি বড় টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করেন ল্যোভ৷ প্রতিটিতেই দলকে অন্তত সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন৷ রাশিয়া বিশ্বকাপে জার্মানি আজ রোববার মেক্সিকোর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে৷ বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল ও অস্ট্রিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে জার্মানি জয় পায়নি৷ সৌদি আরবের সঙ্গে খেলা শেষ প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ও সন্তোষজনক ছিল না৷ তবে ল্যোভ সেসব নিয়ে চিন্তিত নন৷ ‘ওসব ম্যাচ নিয়ে আমি চিন্তিত নই৷ ওয়ার্ম-আপ খেলাতে ফলাফল গুরুত্বপূর্ণ নয়৷ আমি শুধু দেখতে চেয়েছি, খেলোয়াড়রা কীভাবে আমার কথা বাস্তবায়ন করছে৷ আসলে আমি সেসব খেলা থেকে অনেক শিক্ষা গ্রহণ করেছি,` জানান ল্যোভ৷

দীর্ঘসময় ধরে জার্মানির দায়িত্বে থাকায় ল্যোভ খেলোয়াড়দের নিয়ে ভাবতে পেরেছেন, তাদের দূর্বলতাগুলো কাটিয়ে ওঠার পরিকল্পনা করতে পেরেছেন৷ এমন সুযোগ সাধারণত ক্লাব পর্যায়ের কোচেরা পেয়ে থাকেন৷ কারণ তারা প্রতিদিন খেলোয়াড়দের সঙ্গে থাকেন৷

ল্যোভ দীর্ঘদিন কোচ থাকার কারণে যে জার্মানি লাভবান হয়েছে, সেটি ইংল্যান্ড কোচের নজরে এসেছে৷ ‘কিকার`কে তিনি বলেছেন, ‘সে কারণে জার্মান খেলোয়াড়দের মধ্যে বড় ক্লাবের মানসিকতা গড়ে উঠেছে৷ এবং তারা জেতার জন্যই মাঠে নামে৷`

সূত্র: ডয়চে ভেলে

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি