অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব
প্রকাশিত : ১৩:১০, ৩০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৪:২৯, ৩০ ডিসেম্বর ২০২৪

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানা উপ-পরিদর্শক মধু। তিনি বলেন, আমরা জানতে পারি হামজা এক্সপ্রেস পরিবহণে (ঢাকা মেট্রো- ব ১৪-০২৫৬) চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। পরে তিনি বাস থেকে আর যাত্রাবাড়ীতে নামেননি চলে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে।
এ সময় বাসের সুপারভাইজার পারভেজ অনেক ডাকাডাকি করলে তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই, বলেন এসআই মধু।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এ ঘটনায় তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি এখনো জানা যায়নি। বর্তমানে ৬০১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
বাসের সুপারভাইজার জানান, চট্টগ্রাম থেকে আসার পথে তার পাশে আরও এক ব্যক্তি বসেছিলেন। যাকে দেখে মনে হয়েছিল তাদের মধ্যে কোন পরিচয় রয়েছে। তবে সায়দাবাদ আসার পরে ওই পাশের ওই ব্যক্তিকে আর দেখা যায়নি। এছাড়া তার ব্যাগে একটি বাটন ফোন আর ভিজিটিং কার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায়নি বলে জানান তিনি।
জানা যায়, ওই উপসচিবের গ্রামের বাড়ি কুমিল্লায়। রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে বসবাস করছিলেন তিনি। তবে তিনি পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকেই গতরাতে ঢাকায় ফিরছিলেন।
এএইচ
আরও পড়ুন