অঞ্চলভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছেন জেএসডির সভাপতি
প্রকাশিত : ১৮:০৩, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২৭ জানুয়ারি ২০১৭
বেকার সমস্যা সমাধানে দেশে অঞ্চলভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।
শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় যুব পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। পরে আব্দুল মালেককে সভাপতি এবং মনিরুল ইসলাম জিতুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর জাতীয় যুব পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন