ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অধিক ব্যয় আর সময়ক্ষেপনের কারণে ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে মানুষ : প্রধান বিচারপতি

প্রকাশিত : ১৭:৫৮, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:৫৮, ৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Chief Justiceবাইরের প্রচ্ছন্ন শক্তি আইন ও আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ন্ত্রণ করছে বলেই, দেশে বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে, 'জাস্টিস টু দ্য পিপল’ সেমিনারে বক্তারা আরো বলেন, বর্তমান বিচার ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায় সাধারণ মানুষ, প্রায়ই সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয়, তদন্ত কাজে পুলিশের একচ্ছত্র ক্ষমতা থাকায় ন্যায় বিচার প্রভাবিত হচ্ছে। যার পুরো সুবিধা লুফে নিচ্ছে দুবৃত্ত, বিত্তশালী ও পেশি শক্তির অধিকারীরা। সেমিনারে বক্তারা, ন্যায় বিচারের স্বার্থে বিচার ব্যবস্থার ধারা পাল্টানোর পাশাপাশি প্রকৃত মেধাবীদের আইন পেশার সাথে যুক্ত হবারও পরামর্শ দেন।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি