ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

অনশনরত অসুস্থ লতিফ সিদ্দিকীকে ঢাকায় নেওয়া হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৯ ডিসেম্বর ২০১৮

অনশনে থাকা লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার আরও অবণতি হলে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। তিন দফা দাবিতে আমরণ অনশনে নামেন টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী লতিফ সিদ্দিকী। অনশনের চতুর্থ দিনে তিনি অসুস্থ হয়ে পড়েন।              

লতিফের ভাতিজা জিন্টু সিদ্দিকী জানান, চিকিৎসকদের পরামর্শে তাকে টাঙ্গাইল থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হচ্ছে।

এর আগে সকালে তাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সাবেক এই মন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন।

আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী। এ আসনে নৌকার প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা বর্তমান সাংসদ হাছান ইমাম খান।

গত রোববার দুপুরে লতিফের নির্বাচনী এলাকা কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় তার কর্মী-সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুর হয়।

হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য হাছান ইমামের কর্মী-সমর্থকদের দায়ী করে তিন দফা দাবিতে সেদিনই জেলা রিটার্নিং কার্যালের সামনে অবস্থান নেন লতিফ।

২৪ ঘণ্টা পরও প্রশাসন সেসব দাবির বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় সোমবার তিনি আমরণ অনশনের ঘোষণা দেন।

এসি 
   


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি