ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

অপজিশন তো একটু ক্রিটিক্যাল হবেই: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ২৮ অক্টোবর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা ৭ দফা দা‌বি দি‌য়ে‌ছে। এই মুহূ‌র্তে ৭ দফা মে‌নে নি‌তে হ‌লে সং‌বিধান প‌রিবর্তন কর‌তে হ‌বে। যা কোন অবস্থাতেই সম্ভব না। ঐক্যফ্রন্ট হায় হুতাশ কর‌ছে মন্তব্য করে তিনি বলেন, অপ‌জিশন তো একটু ক্রি‌টিক্যাল হ‌বেই। অপ‌জিশ‌নের কাজই হ‌লো ক্রি‌টিসাইজ করা।

আজ রোববার রাজধানীর সেতুভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন পুনর্গঠনের সুযোগ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‌যেখা‌নে একটা শা‌ন্তিপূর্ণ নির্বাচনী প‌রি‌বেশ বিরাজ কর‌ছে, যেটা তা‌দের দরকার একটা নি‌রপেক্ষ নির্বাচন ক‌মিশন, এছাড়া নতুন করে নির্বাচন ক‌মি‌শ‌নের পুনর্গঠ‌নের কোন সু‌যোগ নেই।

ওবায়দুল তাদের বলেন, রাষ্ট্রপ‌তি এক‌টি সার্চ ক‌মি‌টি গঠন ক‌রে সব দ‌লের প্রতিনিধিকে নি‌য়ে ইলেকশন ক‌মিশন গ‌ঠিত হ‌য়ে‌ছে। কা‌জেই এটা প‌রিবর্তন করার কোন সুযোগ নেই। তার পরও য‌দি প‌রিবর্তন চায় তাহ‌লে আস‌লে ইলেকশন চায় কিনা সেটাও আমা‌দের বড় প্রশ্ন। এবং সাত দফার ম‌ধ্যে যে দা‌বি আছে সেগু‌লো এই মুহূর্তে মে‌নে ‌নেওয়া সম্ভব নয়।

বিরোধী দল ক্রিটিকাল হবে মন্তব্য করে তিনি বলেন, ঐক্যফ্রন্টের দা‌বিগুলোর ব্যাপা‌রে তারা য‌দি স্ট্রাইক ক‌রেন, অনড় থা‌কেন তাহ‌লে অস্থিরতার প‌রি‌বেশ তৈ‌রি হ‌তে পা‌রে। এক্ষেত্রে সরকার কঠোর হাতে দমন করবে।

প্রসঙ্গত, বিএনপি, গণফোমার, জাসদ ও নাগরিক ঐক্য মিলে জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা দিয়েছে। তাঁরা সুষ্ঠু নির্বােচনের লক্ষে ৭ দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে-নির্বাচন কমিশন পুনর্গঠন, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি ইত্যাদি।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি