ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

অব্যবস্থাপনা আর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ট রাঙামাটির বিদ্যুতের গ্রাহকরা

প্রকাশিত : ১০:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১০:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

অব্যবস্থাপনা আর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ট রাঙামাটির বিদ্যুতের গ্রাহকরা। একদিকে তীব্র গরম, অন্যদিকে সামনে শিক্ষার্থীদের পরীক্ষাÑ এই সময়ে ঠিকমতো বিদ্যুৎ না পাওয়ায় দিশেহারা পাহাড়ের বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগ বলছে, পুরনো সঞ্চালন লাইনের কারণে বিঘœ ঘটছে বিদ্যুৎ সরবরাহে। ১৯৬০ সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলেও এখন বেশিরভাগ সময়ই অন্ধকারে কাটাতে হয় রাঙামাটি শহরবাসীকে। ১১ থেকে ১২ মেগাওয়াট চাহিদা থাকলেও জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ১০ মেগাওয়াট। ফলে লোড শেডিংয়ে অতিষ্ট শহরবাসী। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করতে না পারার কথা স্বীকার করলেন বিদ্যুতের কর্মকর্তা। এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দ্রুত পুরনো সঞ্চালন লাইন সংস্কারের দাবি তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি