ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

অভিনেত্রী কবরীর মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৭ এপ্রিল ২০২১

কিংবদন্তী চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরী করোনা আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বাদ জোহর বনানী কবরস্থান এলাকায় জানাজা শেষে সেখানেই তাঁকে সমাহিত করা হয়। 

সারাহ বেগম কবরী চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য একাধিক জাতীয় পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:- জাতীয় চলচ্চিত্র পুরস্কার-আজীবন সম্মাননা, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার (বাচসাস পুরস্কার)-আজীবন সম্মাননা ইত্যাদি।

সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য সারাহ বেগম কবরী ২০০৫ সালে ‘চট্টগ্রাম সমিতি পদক’-এ ভূষিত হন। উল্লেখ্য, তিনি ১৯৫০ সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র পক্ষ থেকে সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক ও সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি