অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের প্রবেশে চরম কড়াকড়ি
প্রকাশিত : ১৫:৪৩, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৪৩, ২৮ জানুয়ারি ২০১৭
যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের প্রবেশে চরম কড়াকড়ি আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সিরিয়াসহ মুসলিম অধ্যুষিত ৭টি দেশের নাগরিক ও শরণার্থীরা। এ’ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। চলছে বিক্ষোভ। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প।
অভিবাসন সীমিত করতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরফলে বন্ধ হয়ে গেলো সিরিয়াসহ মুসলিম অধ্যুষিত ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ। আগামী তিন মাস ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমালিয়ার নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেনা। শরণার্থীদের প্রবেশেও জারি হয়েছে চার মাসের নিষেধাজ্ঞা।
নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, ইসলামী জঙ্গিদের হাত থেকে মার্কিন নাগরিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মুসলিম ও শরণার্থী ইস্যুতে নির্বাচনী প্রচারণা সময় থেকেই সমালোচিত ট্রাম্প। এবার নির্বাহী আদেশ জারি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। নিউইয়র্কসহ বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ।
এদিকে, প্রথম বিদেশী নেতা হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। বিশেষ সম্পর্কের পাশাপাশি ন্যাটো ও বাণিজ্য চুক্তিতেও সমর্থন জানিয়েছেন তিনি।
অন্যদিকে, সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে বৈরিতার মধ্যেও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে একঘণ্টার বেশি সময় টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন