অভিবাসন প্রত্যাশীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প
প্রকাশিত : ১২:৩৪, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩৪, ২৮ জানুয়ারি ২০১৭
যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশে চরম কড়াকড়ি আরোপ করে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল জেমস ম্যাটিসের শপথ নেয়ার পর তিনি এই নির্বাহী আদেশে সই করেন। এ’সময় ট্রাম্প বলেন, জঙ্গিদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতেই নতুন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশ অনুযায়ি, সিরীয় মুসলিম শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে না। এছাড়া ইরাক, ইয়েমেনসহ আরো ৬টি দেশের নাগরিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাম্পের এই আদেশের ব্যাপক সমালোচনা করেছেন ডেমোক্র্যাটসহ বিভিন্ন দেশের নেতারা। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠকে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ট্রাম্প।
আরও পড়ুন