ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

অভিবাসীদের আশ্রয় দেয়া জার্মান চ্যান্সেলরের সর্বনাশা ভুল বলে মন্তব্য করেছেন ট্রাম্প

প্রকাশিত : ১০:২৬, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:২৬, ১৬ জানুয়ারি ২০১৭

অভিবাসীদের আশ্রয় দেয়াকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সর্বনাশা ভুল বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের বৈদেশিক নীতি নিয়ে ইউরোপিয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। প্রায় ১০ লাখ সিরিয় অভিবাসীদের আশ্রয় দেয়া জার্মানীর জন্য ভবিষ্যতে বিপদ ডেকে আনবে বলে মনে করেন ট্রাম্প। তবে তিনি চ্যান্সেলর মার্কেল কে ইউরোপের গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে অভিহিত করেন। ডোনাল্ড ট্রাম্প সবার জন্য নিরাপদ ভূমির পক্ষপাতী বলেও সাক্ষাতকারে জানান।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি