অযত্নে অবহেলায় রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার
প্রকাশিত : ১০:৩৯, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৩৯, ২ ফেব্রুয়ারি ২০১৭
বছরের বেশী সময় অযতেœ অবহেলায় পড়ে থাকে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি। আবর্জনায় ভরে থাকা মিনার চত্বর রাতে পরিণত হয় মাদকসেবীদের আড্ডাখানায়। এদিকে, রংপুরের ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মজিবর মাস্টারের ভাগ্যেও জোটেনি স্বীকৃতি।
১৯৫২’র শহীদদের স্মরণে নির্মিত রংপুর শহীদ মিনারের পাশেই এই খোলা শৌচাগার। এছাড়া শহীদ মিনার এলাকায় রয়েছে অবৈধ ট্রাক পার্কিং।
অযত্নে অবহেলায় পড়ে থাকা শহীদ মিনারটি পরিণত হয়েছে মাদকসেবীদের অভয়ারণ্যে। ২৫ বছর আগে তৈরী করা শহীদ মিনারটি সংস্কারেরও কোনো উদ্যোগ নেয়া হয়নি।
রংপুর সিটি কাউন্সিলর স্বীকার করলেন এই অবহেলার কথা।
এদিকে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেবার অভিযোগে দেশদ্রোহিতার মামলায় দীর্ঘদিন পলাতক জীবন-যাপন করেছেন রংপুরের মজিবর রহমান মাষ্টার। কিন্তুএই মুক্তিযোদ্ধা আজো পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি।
মহান ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনারের যথাযথ রক্ষণাবেক্ষণ ও ভাষা সৈনিক মজিবর রহমানকে তার প্রাপ্য সম্মান দেয়ার দাবি রংপুরবাসীর।
আরও পড়ুন