ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনকে তৎপর হওয়ার আহবান

প্রকাশিত : ১৭:৩৮, ৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৩৮, ৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

দুর্গাপুজা চলাকালে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনকে তৎপর হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ১৮দফা দাবী উত্থাপন করে নেতৃবৃন্দ বলেন, ধর্মান্ধ মৌলবাদীর বিভিন্নস্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নানা কায়দায় নির্যাতন চালিয়েছে। এ অবস্থায় দুর্গোসব নির্বিঘœ রাখা ও সার্বিক সহযোগিতার  জন্যে প্রশাসনকে সজাগ থাকার আহবান জানানো বক্তারা। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত দাশ, সভাপতি অরবিন্দ পাল অরুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি