আইন সংশোধন করে জামায়াতের বিচার করা হবে: আইনমন্ত্রী
প্রকাশিত : ১৬:৩৯, ৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২০:২৭, ৯ জানুয়ারি ২০১৯

আইন সংশোধন করে সংগঠন হিসেবে জামায়াতের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (৯ জানুয়ারি) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে নিজ কার্যালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আইন সংশোধনের মাধ্যমে জামায়াতের বিচার করা হবে। এ সংক্রান্ত আইনটি অধিকতর যাচাই বাছাই ও মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে মন্ত্রিপরিষদ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’
এ সময় তিনি আরও বলেন,‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার নেপথ্যে যারা রয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। এ জন্য বিশেষ কমিশন গঠন করা হবে।’
ডিজিটাল আইন সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের হয়রানির জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়নি। যারা প্রযুক্তির সুবিধা নিয়ে তার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন করা হয়েছে।’
এসি
আরও পড়ুন