ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ১৭ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১৮ অক্টোবর ২০২৩

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বার কাউন্সিলের সচিব ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এমসিকিউ পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা কেন্দ্র পাওয়া সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পরীক্ষার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় প্রায় ৪০ হাজার এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 

বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে তিন ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। 

এরপর চূড়ান্ত উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে সনদ পান। সনদ লাভের পর বিভিন্ন জেলা বার-এ যোগদান করে তারা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি