ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

আওয়ামী লীগে যোগ দিলেন ইনাম আহমেদ চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ১৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২২:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী। বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি আওয়ামী লীগে যোগ।         
 
বুধবার তিনি শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে আওয়ামী লীগে যোগ দেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে জানিয়েছেন।     

আসন্ন নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক আমলা ইনাম আহমেদ। প্রাথমিক মনোনয়নের তালিকায় তিনি থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি।  ওই আসনে ধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির।  

এসি   
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি