ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

আওয়ামী লীগের টিকেট নিশ্চিত হয়েছে যাদের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ২৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৯:০৬, ২৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যেকোনো দিন হতে পারে  ঘোষণা। শনিবার রাতে কিছু কিছু আসনে  তাদের মনোনয়ন  নিশ্চিত এই মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী।

আওয়ামী লীগ সূত্র জানায়, সরকারি-বেসরকারি একাধিক জরিপের মাধ্যমে প্রার্থী হিসেবে প্রায় ১৮০টি আসনে নাম চূড়ান্ত করা হয়েছে। বিএনপির সঙ্গে পাল্লা দিতে পারবে এই বিষয় মাথায় রেখেই এই তালিকা করা হয়েছে। এই মর্মে ডাক আসছে অনেকের নাম।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য গণমাধ্যমের কাছে জানায়, নির্বাচনের জন্য আসনভিত্তিক বেশ কয়েকটি জরিপ করা  হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা,  জেলা প্রশাসন,  জেলা পুলিশ, বেসরকারি গবেষণা সংস্থা, দলের গবেষণা সংস্থা সিআরআই এসব জরিপ করে। জরিপে যেসব প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে তাদেরকেই মূলত এবারের নৌকার টিকেট দেওয়া হচ্ছে। কেননা এবারের নির্বাচন সকলের অংশ গ্রহণের ভিত্তিতে অনুষ্ঠিত হব। এদিকে শরিকদেরকে ৬৫-৭০টি আসন দেওয়ার ব্যাপারে কষাকষি চলছে। অনেক আসনে শরিকদের ছেড়ে দেওয়ায় বাদ যেতে পারে কিছু নির্ভরযোগ্য প্রার্থী।

 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি