ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যেসব নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ২৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৩২, ২৫ নভেম্বর ২০১৮

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ১৫ নারী মনোনীত হয়েছেন। ৩শ আসনে সংরক্ষিত আসনের সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নারী মনোনয়ন প্রত্যাশী ছিল ৩৪৬ জন। তারমধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ মনোনয়ন পেয়েছেন ১৫ জন নারী।

রোববার সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বেশিরভাগ আসনে আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছিল আওয়ামী লীগ। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রতিষ্ঠানের জরিপ এবং তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড।

দলীয় মনোনয়ন ঠিক হয়ে গেলে মহাজোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন দিয়ে এতদিন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, মহাজোটের শরিকদের সঙ্গেও আওয়ামী লীগের আসন বণ্টন নিয়ে সমঝোতা হয়ে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করছেন দুটি আসন থেকে। সেই দুটি আসন হচ্ছে- গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে। এছাড়াও গাইবান্ধা-২ আসনে মাহাবুব আরা বেগম গিনি, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম, যশোর-৬ আসনে ইসমাত আরা সাদেক, খুলনা-৩ আসনে মুন্নুজান সুফিয়ান, বরিশাল-৫ আসনে জেবুন্নেছা আফরোজ, মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে শেখ হাসিনা, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্তা, মৌলভীবাজার-৩ আসনে সৈয়দা সায়রা মহসিন, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, কক্সবাজার-৪ আসনে শাহীনা আক্তার চৌধুরী, বাগেরহাট-৩ আসনে হাবিবুন্নাহার মনোনীত হয়েছেন। এছাড়াও স্পিকার শিরীন শারমিন চৌধুরী নির্বাচন করছেন রংপুরের একটি আসন থেকে।

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে ৫০-এ উন্নীত হয়েছে। সরাসরি নির্বাচনের মাধ্যমে ২২ জন নারী জনপ্রতিনিধিত্ব করছেন। সংসদের চারটি উচ্চপদের সবগুলোতেই নারীরা মেধা ও যোগ্যতার পরিচয় দেখাচ্ছেন। এ কারণে সার্বিক দিক বিবেচনা করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবার নারীদের মনোনয়নে আলাদা গুরুত্ব দিয়েছেন।

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি