ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

আকাশ থেকে ছাড়া হচ্ছে মাছ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৪৬, ১ সেপ্টেম্বর ২০১৮

বিমানে করে আকাশ থেকে মাছ ছাড়া হচ্ছে৷ সচরাচর এমন দৃশ্য দেখা যায় না৷ কিন্তু দেখা গেল৷ ওয়াইন্ড লাইফ অ্যাজেন্সি উটা সম্প্রতি একটি মজাদার ভিডিও রিলিজ করে সোশ্যাল মিডিয়ায়৷ তাতে দেখা গেছে, বিমান থেকে মাছ পানিতে ছাড়া হচ্ছে৷ সেই দৃশ্য দেখে মনে হবে যেন মাছ বৃষ্টি হচ্ছে৷

উটার এই কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় তুলেছে নানা প্রশ্ন৷ কেউ কেউ জানিয়েছেন, অত উচ্চতা থেকে পড়ার পর মাছগুলোর বেঁচে থাকার সম্ভাবনা ঠিক কতটা? অভয়বাণী দিয়ে উটা জানিয়েছে, চিন্তার কিছু নেই৷ যে প্রজাতির মাছ ছাড়া হয়েছে তাতে কোনও জীবনসংশয়ের ভয় নেই৷ কেননা এত উচু জায়গা থেকে পড়ার পরেও এই জাতীয় মাছগুলোর বেঁচে থাকার সম্ভাবনা ৯৫ শতাংশ বেশি৷

উটা জানিয়েছে, উঁচু পাহাড় ঘেরা লেকের পানিতে এই কায়দাতেই মাছ ছাড়া হয়৷ মাছগুলো ১ থেকে ৩ ইঞ্চির বেশি লম্বা হয় না৷ এরা এতটাই ছোট আকারের হয় যে অত উঁচু থেকে পড়লেও কোন ক্ষতি হয় না৷ আকাশ থেকে পানির ফোর্স দিয়ে ছাড়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে সোজা নিচে লেকের পানিতে গিয়ে পড়ে৷

কেনও আকাশ পথে মাছ ছাড়া হয় তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে৷ উটা জানিয়েছে, আগে মিল্ক ক্যানে করে মাছ দুর্গম পার্বত্য অঞ্চলের লেকে নিয়ে যাওয়া হত৷ তারপর ঘোড়ায় করে মাছ ছাড়া হত লেকের পানিতে৷ কিন্তু আকাশ পথে মাছ ছাড়া পদ্ধতি অনেক সহজ, দ্রুততম ও নিরাপদ৷ বহু বছর ধরে এই পদ্ধতিতে মাছ ছাড়া হয়৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি