ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

আক্রান্তে চীনকে অতিক্রম করল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১৩ জুন ২০২০

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে- এএফপি

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে- এএফপি

করোনায় আক্রান্তের দিক দিয়ে চীনকে অতিক্রম করেছে বাংলাদেশ। গেল বছরের ডিসেম্বরের শেষে কোভিড -১৯ শুরু হয় চীনে। এখন চীনই করোনাক্রান্তের দিক দিয়ে ১৮টি দেশকে পিছনে ফেলে দিয়েছে। এ তালিকায় রয়েছে বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ২ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৮৪ হাজার ৩৭৯ জন। চীনে মোট কোভিড-১৯ রোগী পাওয়া গেছিল ৮৪ হাজার ১৯১ জন।

শনিবার পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।’

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। ডা. নাসিমা জানান, বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ৬ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১-৯০ বছরের মধ্যে ৩ জন মারা গেছেন।

আক্রান্তদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ১৩ জন, সিলেটে ২ জন, রাজশাহীতে ৪ জন, বরিশালে ৪ জন, রংপুরে একজন ও খুলনায় একজন মৃত্যুবরণ করেছেন। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি