ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আগামিকাল থেকে শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব

প্রকাশিত : ১২:১৭, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:১৭, ১২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরে তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। চলবে ৩দিন। ইজতেমায় যোগ দিতে দেশের বিভিন্ন স্থান এবং বিদেশ থেকে আসছেন মুসল্লীরা। ইজতেমা ময়দানে জেলাভিত্তিক ২৭টি খিত্তায় অবস্থান নিয়েছেন তারা। সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃংখলা বাহিনী। র‌্যাবের ৯টি এবং পুলিশের ৫টি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। রয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা।  প্রথম পর্বের ইজতেমায় ১৬টি জেলার মুসল্লীরা অংশ নিচ্ছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি