আগামীকাল আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প
প্রকাশিত : ০৯:২৩, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:২৩, ১৯ জানুয়ারি ২০১৭
কাল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ব্যপকভাবে সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। এদিকে দুই দফা মেয়াদ শেষে হোয়াইট হাউস ছাড়ছেন বারাক ওবামা। শেষ সংবাদ সম্মেলনে, নতুন প্রেসিডেন্টকে প্রতি ছিল উপদেশ বার্তা। এছাড়া রুশ-মার্কিন সম্পর্ক, প্যালেস্টাইন-ইসরায়েল শান্তি প্রক্রিয়াসহ নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবামা। তবে শেষ মুহুর্তে চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ নিয়ে তীব্র সমালোচনা মুখে পড়েন তিনি।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার শপথ নিচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্টকে বরন করা নিয়ে তাই ব্যস্ততার কমতি নেই। ওয়াশিংটন ডিসিতে অভিষেক অনুষ্ঠানে অংশ নেবে ৭ থেকে ৮ লাখ মানুষ।
তবে নানা সমালোচনার কারণে নতুন প্রেসিডেন্টকে নিয়ে মার্কিনীদের মধ্যে শংকাও কম নয়। মন্ত্রিসভা, প্রশাসন, পররাষ্ট্রনীতিসহ নানা ইস্যুতে প্রশ্নের মুখে রয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর কেমন হবে ট্রাম্প নীতি তার দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।
অন্যদিকে বিদায় নিতে যাচ্ছেন বারাক ওবামা। স্থানীয় সময় বৃহস্পতিবার শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নে জবাব দেন তিনি। উঠে আসে, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক, প্যালেস্টাইনসহ মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার বিষয়।
তবে সব কিছু ছাপিয়ে উইকিলিকসে নথি ফাঁসকারী চেলসি ম্যানিংয়ে মুক্তির সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বারাক ওবামা।
বিদায় নেয়ার আগে নতুন প্রেসিডেন্টের প্রতি উপদেশ বানীও দেন ওবামা।
আরও পড়ুন