ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

প্রকাশিত : ০৯:৩০, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৩০, ১৯ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

টঙ্গীর তুরাগ তীরে কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমায় অংশ নিতে ময়দানে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নেবেন। প্রথম পর্বের মতো এবারও নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দ্বিতীয় পর্বের ইজতেমায় শরীক হতে ময়দানে আসছেন মুসল্লিরা। ২৯টি খিত্তায় অবস্থান নিচ্ছেন তারা। রোববার প্রথম পর্ব শেষ হবার পর গত তিন দিনে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ প্রস্তুত করা হয় ময়দান। এ কাজে সহযোগিতা করে সিটি কর্পোরেশন। এবারও সুষ্ঠুভাবে ইজতেমা সফল করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে ১৪টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় প্রতিটি খিত্তায় সাদা পোশাকে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল কার্যক্রম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি