ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আগামীকাল শুরু হচ্ছে দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা

প্রকাশিত : ১০:৪৬, ৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৭, ৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

শারদীয় দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। তৈরি সারাদেশের পুজো মন্ডপগুলো। রঙ্গিণ আল্পনায় আঁকা দেবীর প্রতিমা, প্যান্ডেল সাজিয়ে এরইমধ্যে প্রস্তুতি শেষ হয়েছে সার্বিক আয়োজন। সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবকে ঘিরে উৎসাহ-উদ্দীপনায় এখন মুখর সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা আয়োজনো জমকালো প্রস্তুতি মন্ডপে মন্ডপে। সারাদেশেই পূজারীরা ব্যস্ত সময় পার করছেন। রংয়ের আচঁড় আর সাজে দেবী প্রতিমা তৈরি হয়ে গেছে এরই মধ্যে। এখন ঢাকের বাজনা, উলুধ্বনি ও আরতীতে মুখর এসব এলাকা। দর্শনার্থীদের জন্য মন্ডপের ষ্টেজ ও তোরনসহ সবখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার বিষয়টিও খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। মন্ডপে মন্ডপে চলছে পূজা উদযাপনের শেষ মুহুর্তের প্রস্তুতি। যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় এ উৎসবে সৌহার্দ্য ও সম্প্রীতির ছড়িয়ে যাওয়ার প্রত্যাশা সনাতন ধর্মালম্বীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি