ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

আজ আইইডিসিআরের ব্রিফিং হচ্ছে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিং আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আজ তাদের নিয়মিত প্রেস ব্রিফিং হবে না। বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের যুক্ত করে আগামীকাল সোমবার থেকে নিয়মিত ব্রিফিং করা হবে।’

এর আগে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলেন, করোনাভাইরাস প্রতিরোধে তারা জনগণকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে অবস্থান করতে বললেও মন্ত্রীর পিছনে ৩৭ জন কেন দাঁড়িয়ে আছেন?

এ ছাড়া অনেক সাংবাদিকের উপস্থিতিতে প্রেস ব্রিফিং কতটুকু যুক্তিযুক্ত- এ নিয়ে গত কয়েকদিন ধরেই সমালোচনা হচ্ছে। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় আর প্রকাশ্যে প্রেস ব্রিফিং না করার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি