ঢাকা, মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ ইউনাইটেড ন্যাশনস কনভেনশন এগেইনস্ট করাপশন (ইউএনসিএসি)-এর আলোকে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫’ পালন করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি পালন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। 

এ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি