ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আজ ইলা মিত্রের প্রয়াণ দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১৩ অক্টোবর ২০১৮

কমিউনিস্ট নেত্রী ও সংগঠক ইলা মিত্রের ১৬তম প্রয়াণ দিবস আজ। তিনি ২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় পরলোকগমন করেন। ১৯২৫ সালে কলকাতায় জন্ম নেওয়া এই নেত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন।

ইলা মিত্র জীবনের প্রথম দিকে কৃতী ক্রীড়াবিদ হিসেবে ভারতবর্ষে পরিচিতি অর্জন করেন। একটানা তিন বছর জুনিয়র অ্যাথলেটিক্সের বাংলা চ্যাম্পিয়ন ছিলেন তিনি। বেথুন কলেজ থেকে আইএ, বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। ছাত্রাবস্থায় তিনি বামপন্থি সংগঠন ছাত্র ফেডারেশন, মহিলা আত্মরক্ষা সমিতি ও কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। চল্লিশের দশকে তেভাগা আন্দোলনে কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে ইলা মিত্র রাজশাহীর নাচোল অঞ্চলে অবিস্মরণীয় ভূমিকা পালন করেন।

সাঁওতাল ও কৃষকদের কাছে তিনি ছিলেন ‘রানী মা’। কৃষক বিদ্রোহ সংগঠিত করার জন্য পাকিস্তান সরকারের হাতে নির্যাতিত হতে হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি