ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আজ ছাত্রলীগ নেতা পার্থ’র ২২তম মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২৩ এপ্রিল ২০২০

পার্থ প্রতীম আচার্য

পার্থ প্রতীম আচার্য

আজ ২৩ শে এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের মেধাবী ছাত্র, দৈনিক আজকের কাগজের সাব-এডিটর পার্থ প্রতীম আচার্যের ২২তম মৃত্যুবার্ষিকী।

পার্থ ১৯৯৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দীয় কমিটির একটি বিক্ষোভ মিছিল নিয়ে জহুরুল হক হলের দিকে যাচ্ছিলেন। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের গুলিতে বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে তথা মাস্টারদা সূর্যসেন হলের ক্যাফেটেরিয়ার সামনে নিহত হন পার্থ। এ ঘটনায় তৎকালীন ছাত্রলীগ নেতা বাহাদুর বেপারী বাদী হয়ে রমনা থানায় মামলা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পার্থ প্রতিম আচার্য্য হত্যার এতো দিন পেরোলেও এখনো বিচার মেলেনি।

স্লোগান মুখর দৃপ্ত কণ্ঠস্বর, অতিসাহসী, সদা হাস্যজ্জ্বল এই মানুষটি সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রজন্মের কাছে প্রেরণীয় হয়ে থাকবে। 

এমবি//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি