আজ বিচারবিভাগ পৃথকীকরনের ৮বছর পূর্তি
প্রকাশিত : ০৯:০১, ১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:০৭, ১ নভেম্বর ২০১৬
বিচারবিভাগ পৃথকীকরণের আট বছর পূর্তি আজ। তবে আট বছরেও বিচারবিভাগ পুরোপুরি স্বাধীনতার স্বাদ পায়নি বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। আর স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে সবচেয়ে বড় অপূর্ণতা হিসেবে আলাদা সচিবালয় না থাকাকে তারা চিহ্নিত করেছেন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার ঘোষণা দেওয়া হয়। ওই দিনই নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে দেশের ম্যাজিস্ট্রেট আদালতগুলোর ওপর বিচার বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তবে স্বাধীন বিচার বিভাগের কি দেখা মিলেছে, এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন ও আলোচনা।
পৃথক সচিবালয় না থাকার কারণে বিচার বিভাগ এখনো পুরোপুরি স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা।
বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলার প্রধান আইনজীবী ও অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমীর-উল ইসলামও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন। তবে তিনি মনে করেন, নিম্ন আদালত সংক্রান্ত কার্যক্রম আপিল বিভাগের হাতে না রেখে হাইকোর্ট বিভাগের কাছে ন্যাস্ত করা প্রয়োজন।
বিচার ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষে মাসদার হোসেনসহ ৪৪১ জন বিচার বিভাগীয় কর্মকর্তার দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ১৯৯৫ সালে নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ পৃথকীকরণের রায় দেন হাইকোর্ট। আপিল শুনানি শেষে ১৯৯৯ সালে বিচার বিভাগ পৃথক করতে ১২ দফা নির্দেশনা দেন আপিল বিভাগ। যা বাস্তবায়নের জন্য ছয় মাস সময় বেঁধে দেয়া হলেও এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
আরও পড়ুন