ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আজ ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ৩ মার্চ ২০২০

আজ ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণিকূল বাঁচাই’ এ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে। 

২০১৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৩ মার্চ এই দিনটি বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়ে আসছে। সামগ্রিকভাবে বন্যপ্রাণীকে উপজীব্য করে এদের রক্ষায় আহ্বান জানানো হয় এই দিবসে। 

দিবসটি উপলক্ষে বিকেলে বন ভবনে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থাকবে বলেও জানা গেছে। আলোচনায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেবে। তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে দেখানো হবে বিভিন্ন প্রদর্শনী।

এদিকে, সম্প্রতি চীনের করোনাভাইরাস এই বন্য প্রাণী থেকেই ছড়িয়েছে বলেও জানা গেছে। আর প্রাণঘাতী এই করোনাভাইরাসটি দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিদেশের অনেক দেশেই বিভিন্ন প্রাণীর কাঁচা বা হাল্কা সিদ্ধ মাংস খুব জনপ্রিয় খাবারও। প্যাঙ্গোলিন এবং অন্যান্য বুনো জানোয়ার, বিশেষ করে বাদুড়, চীনের মাংসের বাজারে নিয়মিত বিক্রি হয়। যে কারণে এক প্রাণী থেকে দ্রুত আরেক প্রাণীর মধ্যে ভাইরাস ছড়ানো সম্ভব, যা পরবর্তীতে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।  
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি