ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

আজ লালমনিরহাট, কুড়িগ্রাম, মেহেরপুর, যশোর, ফেনি ও সুনামগঞ্জ মুক্ত দিবস

প্রকাশিত : ১০:৫১, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:৫১, ৬ ডিসেম্বর ২০১৬

আজ লালমনিরহাট, কুড়িগ্রাম, মেহেরপুর, যশোর, ফেনি ও সুনামগঞ্জ মুক্ত দিবস। ৭১এর এদিনে লালমনিরহাটে পাকিস্তানী বাহিনীকে হটিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। এদিনই মুক্তিযোদ্ধারা হানাদারদের হটিয়ে মুক্ত হয় কুড়িগ্রাম। মেহেরপুরে মুক্তিবাহিনীর প্রতিরোধের টিকতে না পেরে মধ্যরাতে হানাদার বাহিনী পালিয়ে যায়। ভোরে মুক্তির উল্লাসে রাস্তায় নামে সর্বস্তরের মানুষ। যশোরে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর প্রতিরোধ যুদ্ধে টিকতে না পেরে পালিয়ে যায় পাকিস্তানী বাহিনী। দুপুরে উড়ে লাল-সবুজের পতাকা। একই দিনে মুক্ত হয় ফেনী ও সুনামগঞ্জ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি