ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আট বছরেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ২ জুলাই ২০১৮

মাত্র দেড় বছরেই স্কুলের পড়ালেখা শেষ করেছেন বেলজিয়ামের এক বালক। যেখানে স্কুলের পড়া শেষ করতে অন্য শিশুদের ৬ বছর সময় লাগে, সেখানে মাত্র দেড় বছর বয়সে স্কুলের পড়া শেষ করে রীতিমতো চমক দেখিয়েছেন বিস্ময়কর এই বালক। এখন দুইমাসের ছুটি শেষে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।

তার বাবা একজন বেলজিয়ান আর মা নেদারল্যান্ডসের নাগরিক। তারা জানিয়েছেন, বুদ্ধিমত্তার পরীক্ষায় লরেন্ট সিমন্স নামের ওই বালকের নম্বর উঠেছে ১৪৫।

বেলজিয়ামের আরটিবিএফ রেডিওকে দেয়া একটি সাক্ষাৎকারে লরেন্ট বলছে, তার প্রিয় বিষয় গণিত, কারণ এটি বিশাল একটি বিষয়। সেখানে পরিসংখ্যান আছে, জ্যামিতি আছে আর বীজগণিত আছে।

তার বাবা জানিয়েছেন, ছোট বেলা থেকেই লরেন্ট অন্য শিশুদের সঙ্গে মিশতে পারতো না বা খেলতে পারতো না। খেলনার প্রতিও তার কোন আগ্রহ ছিল না। লরেন্ট জানিয়েছে, পড়াশোনা শেষ করে সে একজন সার্জন এবং নভোচারী হওয়ার কথা ভেবেছিল। কিন্তু এখন সে বরং কম্পিউটার নিয়েই কাজ করতে চায়।

তবে তার বাবা বলেছেন, ``যদি সে কালকে আবার কাঠমিস্ত্রি হতে চায়, সেটাও আমাদের জন্য কোন সমস্যা নয়। তার যা করতে ভালো লাগবে, তাতেই আমরা খুশী।``

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি