ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আতিকের উপস্থিতিতেই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মারামারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২৯ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৭:১৫, ২৯ জানুয়ারি ২০২০

আতিকুলের নির্বাচনী মঞ্চে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ- সংগৃহীত

আতিকুলের নির্বাচনী মঞ্চে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ- সংগৃহীত

অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের উপস্থিতিতেই মারামারিতে জড়িয়েছেন দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা।

আজ বুধবার দুপুরে গুলশানের শহীদ ফজলে রাব্বি পার্কের ভেতরে আতিকের নির্বাচনী প্রচার সভার সময় এ ঘটনা ঘটে।

পার্কের ভেতরে আতিকুল ইসলামের সঙ্গে বসেছিলেন ২০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও গত মেয়াদের কাউন্সিলর মো. নাসির। ওই ওয়ার্ডে দলের মতের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া মো. জাহিদুর রহমান দুলাল তখন কর্মী সমর্থকদের নিয়ে সেখানে যান। 

২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল মঞ্চে উঠতে চাইলে নাসিরের কর্মী সমর্থকরা তাকে বাধা দেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া এবং চেয়ার ছোড়াছুড়ি চলে। এসময় কেয়েকজনকে বেদম লাঠিপেটা করতেও দেখা যায়। মারামারির মধ্যে পণ্ড হয়ে যায় মেয়রপ্রার্থী আতিকের প্রচারসভা। কর্মীরা তাকে ঘিরে ধরে পার্ক থেকে বের করে নিয়ে যান।

পরে পরিস্থিতি শান্ত হওয়ার পর আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এগুলো জনগণ ভালোভাবে নেবে না, আমিও এটাকে ভালোভাবে নেব না। সবাই যদি সুন্দরভাবে থাকি, তাহলে কিন্তু সবাই এটাকে ভালো বলবে। আমি আশা করি, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।’

জানা যায়, গত ২৯ ডিসেম্বর কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডে জাহিদুর রহমান দুলালকে রেখেই তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ। পরে তাকে বাদ দিয়ে ঐ ওয়ার্ডে মো. নাসিরকে সমর্থন দেয় আওয়ামী লীগ। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি