ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

আত্মসমর্পণের পর জামিন পেলেন এমপি মহিউদ্দিন বাচ্চু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রাম-১০ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

এমপি মহিউদ্দিন বাচ্চু আজ রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ৪র্থ আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ইফতেখার সাইমুল চৌধুরী জানান, নির্বাচনের আগে মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণ করায় এমপি বাচ্চুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। 

এ অভিযোগে কমিশনের সিদ্ধান্তে নির্বাচনের ৯ দিন পর ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম আদালত ৪-এ মামলা করেন। মামলায় আদালত পরে সমন জারি করেন। সমনটি ফেরত আসায় আদালত থেকে পরবর্তী ধাপ হিসাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি