ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

আদালতে খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৭

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার বেলা ১০টা ৫৫ মিনিটে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হয়েছেন তিনি।

আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে আজ। এছাড়াও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার খালেদার আত্মপক্ষ সমর্থনের লিখিত বক্তব্য জমা দেওয়া ও এক আসামির সাফাই সাক্ষীর দিন ধার্য রয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তেজগাঁও থানায় ২০১০ সালের ৮ আগস্ট মামলা দায়ের করে।

এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুদক রমনা থানায় অপর একটি মামলা দায়ের করে ২০০৮ সালের ৩ জুলাই।

 

একে/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি