ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আধুনিক মার্কিন ইতিহাসে সবচেয়ে ধনী মন্ত্রিসভা বানাতে যাচ্ছেন ট্রাম্প

প্রকাশিত : ১২:০৩, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০৩, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

জয়ের পরও বিতর্ক পিছু ছাড়েনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্ভাব্য মন্ত্রিসভার যাদের নাম এসেছে, তাদের অনেকেই তার মতো ধনকুবের। বলা হচ্ছে, আধুনিক মার্কিন ইতিহাসে সবচেয়ে ধনী মন্ত্রিসভা বানাতে যাচ্ছেন ট্রাম্প। যাদের অনেকেই ব্যবসায়ী হিসেবে সমালোচিত। কেউ কেউ দুই হাজার আট সালে দেশের অর্থনৈতিক মন্দাবস্থার জন্য দায়ীদের মধ্যে অন্যতম। বিলিয়নিয়রদের ছড়াছড়ি ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রিসভায়। এখন পর্যন্ত যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের অধিকাংশই ট্রাম্পের মতো ধনকুবের। ১২৫ কোটি ডলারের মালিক বেটসি ডেভস স্থান পেতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ে। অ্যামওয়ে গ্র“পের সহ-প্রতিষ্ঠাতার মেয়ে বেটসির কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। রিপাবলিকান দলের অর্থদাতা বেটসির পরিবারের মোট সম্পত্তি ৫১০ কোটি ডলার। বাণিজ্য দপ্তরের জন্য মনোনিত ধনকুবের উইলবার রস ২৯০ কোটি ডলারের মালিক। রাজস্ব বিভাগে দায়িত্ব পেতে পারেন গোল্ডম্যান স্যাকসে কাজ করা ৩০ কোটি ডলারের মালিক স্টিভেন মুচিন। রাজনৈতিক অভিজ্ঞতাহীন এ দুজন ২০০৮ সালের অর্থনৈতিক মন্দাবস্থার জন্য দায়ীদের মধ্যে অন্যতম। বাণিজ্য দপ্তরের সম্ভাব্য ডেপুটি সেক্রেটারি ব্যবসায়ী টড রিকেটসের পরিবার ৫৩০ কোটি ডলারের মালিক। বহুজাতিক তেল কোম্পানি এক্সনমোবিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী রেক্স টিলারসন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন। রাশিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিলারসনের সম্পদ ৩২ কোটি ৫০ লাখ ডলার। কোটিপতি ব্যবসায়ীর তালিকায় আরো আছেন শ্রম মন্ত্রণালয়ে অ্যান্ডি পুজার, গৃহায়ন ও নগর উন্নয়ন দপ্তরে বেন কারসন, পরিবহন দপ্তরের এলিনা চাও, স্বাস্থ্য অধিদপ্তরের টম প্রাইস-সহ অনেকে। মন্ত্রিপরিষদ ছাড়াও হোয়াইট হাউসে ট্রাম্পের সম্ভাব্য জেষ্ঠ্য উপদেষ্টা জ্যারেড কুশনার, চিফ স্ট্যাটিজিস্ট স্টিভ বেননও ধনকুবের হিসেবে পরিচিত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি