ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

আনিসুল হককে বিনম্র শ্রদ্ধা ক্রিকেটারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পিনপতন নিরবতায় সদ্যপ্রয়াত ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। শনিবার দুপুরে বিপিএলে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের আগে নিরবতা পালনের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

এসময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পুরো এক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়। পুরো গ্যালারিসহ শ্রদ্ধাভরে মাথা নত করে দাড়িঁয়ে যায় সকল ক্রিকেটাররা। এমনকি প্রেসবক্সের সকল সাংবাদিকও শামিল হন এই নীরবতায়। সাইট স্ক্রিনে ভেসে ওঠে "মেয়র আনিসুল হক (১৯৫২-২০১৭)।

বিসিবি জানিয়েছে, দিনের দ্বিতীয় ম্যাচেও কালো আর্মব্যান্ড (বাহুবন্ধনী) পরে মাঠে নামবেন খেলোয়াড়রা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে গিয়েছেলেন মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে গত ১৩ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকরা।

পরে তাঁকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে মারা যান তিনি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি