ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আনুষ্ঠানিক প্রথম বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৬ অক্টোবর ২০১৮

আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করার আলোচ্যসূচি নিয়ে এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বৈঠকে উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত শনিবার জাতীয় প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সামনে রেখে গড়ে ওঠে এ জোট। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনও কর্মসূচি ঘোষণা করেনি তারা।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি